সর্বশেষ

মডেলকে জোর করে বিয়ে করেছেন মালয়েশিয়ার রাজার ছেলে!

Malaysian king's son forcibly marries model!

আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মডেল মানোহারা ওডেলিয়া প্রকাশ্যে দাবি করেছেন, পরিস্থিতির চাপে পড়ে তাকে মালয়েশিয়ার এক রাজপুত্রকে বিয়ে করতে বাধ্য হতে হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, ওই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের ইচ্ছা বা মতামত প্রকাশের বাস্তব কোনো সুযোগ তার হাতে ছিল না।

সাম্প্রতিক এক বক্তব্যে মানোহারা বলেন, সে সময় তিনি এমন এক অবস্থার মধ্যে ছিলেন, যেখানে ‘না’ বলার সাহস বা স্বাধীনতা কোনোটিই ছিল না। বাইরে থেকে রাজকীয় বিয়ে ও বিলাসবহুল জীবনের ছবি তুলে ধরা হলেও বাস্তব অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই বিয়ে তার জীবনে গভীর মানসিক প্রভাব ফেলেছে বলেও তিনি জানান।

জানা গেছে, মানোহারা ওডেলিয়ার সঙ্গে ওই রাজপুত্রের বিয়ে নিয়ে শুরু থেকেই নানা অসন্তোষ ও বিতর্ক ছিল। পারিবারিক ও সামাজিক চাপের কারণেই তিনি শেষ পর্যন্ত এই সম্পর্কে জড়াতে বাধ্য হন বলে দাবি করেন। বিয়ের পর তার ব্যক্তিগত জীবনে নানা বিধিনিষেধ ও সীমাবদ্ধতা আরোপ করা হয়, যা তার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে।

মানোহারা বলেন, বাইরের জনপ্রিয়তা ও রাজকীয় আড়ম্বরের আড়ালে সম্পর্কটি মোটেও স্বাভাবিক ছিল না। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক চাপ ও ভেতরের দ্বন্দ্বের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন। তবে এতদিন নীরব থাকার পর সম্প্রতি তিনি সাহস করে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে তুলে ধরেন।

তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে নারীর স্বাধীনতা, সম্মতি এবং সামাজিক চাপের বাস্তব উদাহরণ হিসেবে দেখছেন, যা বিশ্বজুড়ে আবারও গভীর বিতর্কের জন্ম দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup