মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত আঙ্কাসা এলাকার ব্লক–২১ পান্তাই ডালাম অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২৭ বাংলাদেশিসহ মোট ১৩৩ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ২০০ জন বিদেশির নথিপত্র পরীক্ষা করে ১৩৩ জনকে অভিবাসন আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে আটক করা হয়। অভিযানে অংশ নেন প্রায় ৩৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা। আটক ব্যক্তিদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর সেকশন ৫৫ই, ৬(১)(সি) ও ১৫(১)(সি) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
স্থানীয় আবাসিক কমিটির চেয়ারম্যান মুহাম্মদ সুহাইলী তাম্বি জানান, গত কয়েক বছর ধরে অ্যাপার্টমেন্টটিতে বিদেশি নাগরিকদের আধিপত্য বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বাসিন্দাদের প্রায় ৮০ শতাংশই বিদেশি শ্রমিক। তাদের অনিয়ন্ত্রিত আচরণ এলাকাবাসীর নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন তিনি।
আরও
তিনি জানান, সন্ধ্যার পর বারান্দা ও করিডোরগুলো ভিড়ে পরিপূর্ণ থাকে, তরুণীরা নিরাপত্তাহীনতায় ভোগেন এবং যত্রতত্র পানের পিক ফেলা, লিফট ভাঙচুর এবং মদ্যপ অবস্থায় সিঁড়িতে ঘুমিয়ে থাকার মতো পরিস্থিতি অ্যাপার্টমেন্টটিকে বসবাসের অযোগ্য করে তুলছে। অভিযানে দেখা যায়, তিন কক্ষের প্রতিটি ফ্ল্যাটে গাদাগাদি করে ১৫ জন পর্যন্ত শ্রমিক বসবাস করছে এবং বেশিরভাগ ইউনিটেই অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।
কুয়ালালামপুর ইমিগ্রেশন দপ্তরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের বুকিত জলিল ও কুয়ালালামপুর অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। প্রতিবেদনে আরও জানা গেছে, এসব ফ্ল্যাট স্থানীয় মালিকরা বিদেশি শ্রমিকদের কাছে মাসে ১,৮০০ থেকে ২,০০০ রিঙ্গিতে ভাড়া দিয়ে থাকেন।











