মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে ‘অপস কুটিপ’ নামে এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।
জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে বিভাগের ২৫ জন কর্মকর্তা অংশ নেন। এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রীসহ চারদিকের এলাকায় অবস্থানরত মোট ৬০ জনকে তল্লাশি করা হয়। যাদের কাছে বৈধ ভিসা বা পাসপোর্ট পাওয়া যায়নি, তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
গ্রেফতারদের মধ্যে সর্বাধিক ১১ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া ভারত থেকে ৮ জন, পাকিস্তান থেকে ৭ জন, ইন্দোনেশিয়া থেকে ৩ জন এবং সুদান ও ফিলিপাইনের একজন করে নাগরিক আটক হয়েছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, পাঁচজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩–এর সেকশন ১৫(১)(সি) অনুযায়ী ‘ওভারস্টে’র অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকি সবাইকে সেকশন ৬(১)(সি) অনুযায়ী বৈধ পাস বা পারমিট ছাড়া অবস্থানের অভিযোগে আটক করা হয়েছে।
আরও
অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলবে।











