মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ মোট ৫৬ জন বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের বিভিন্ন জেলায় নির্মাণসাইটকেন্দ্রিক অভিযানে এদের আটক করা হয়। অধিকাংশই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানায় কর্তৃপক্ষ।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানিয়েছেন, প্রথম অভিযানটি পরিচালিত হয় কুয়ালা নেরুস, কুয়ালাতেরেঙ্গানু ও সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে। ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা তল্লাশিতে ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৪২ জন বাংলাদেশির ভিসা ও নথিপত্রে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে এবং তাদের আটক করা হয়। ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
আটকদের মধ্যে ২৭ জনকে পারমিট বা ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে, ১৩ জনকে বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে এবং দু’জনকে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করায় আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও
পৃথক আরেকটি অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার ১০টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ১৪ জন বিদেশিকে আটক করা হয়। এদের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পাঁচজন করে, থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছেন। তাদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ প্রবাসীদের শনাক্তকরণ ও আইনের আওতায় আনার লক্ষ্যে ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।











