সর্বশেষ

মালয়েশিয়ায় বিপুল মাদক উদ্ধার: ২ বাংলাদেশিসহ আটক ৪

Huge drug seizure in Malaysia

মালয়েশিয়ার জোহর রাজ্যের কুলাই জেলায় বিশেষ অভিযানে প্রায় ৬২ হাজার ৯৮ রিঙ্গিত মূল্যের (বাংলাদেশি টাকায় আনুমানিক ১৮ লাখ ৯০ হাজার) বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। অভিযানে চারজনকে আটক করা হয়—যাদের একজন মালয়েশিয়ান নাগরিক, তার ইন্দোনেশিয়ান প্রেমিকা এবং দুজন বাংলাদেশি শ্রমিক।

কুলাই জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার তান সেং লি জানান, গত বৃহস্পতিবার তামান সুঙ্গাই মাস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনটি স্বচ্ছ প্যাকেটে মোট ২৫৪ গ্রাম কেটামিন, ১৬টি টিন ফয়েলে রাখা প্রায় ৪৫ গ্রাম এক্সট্যাসি পিল, একটি প্লাস্টিকের প্যাকেটে প্রায় ১,০১৫ গ্রাম এক্সট্যাসি পাউডার এবং কাগজে মোড়ানো ৭.৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক ছাড়াও অপরাধমূলক কাজে ব্যবহৃত সন্দেহে দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের বয়স ২৭ থেকে ৪০ বছরের মধ্যে। ৪০ বছর বয়সী স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই দুইটি ফৌজদারি মামলার রেকর্ড রয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, আটক দুই বাংলাদেশির মূত্র পরীক্ষায় গাঁজার উপাদান টিএইচসি পাওয়া গেছে। তবে স্থানীয় ব্যক্তি এবং ইন্দোনেশীয় নারীর পরীক্ষায় মাদক শনাক্ত হয়নি।

ঘটনার পর কুলাই ম্যাজিস্ট্রেট আদালত চারজনকেই সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয়। এ মামলা তদন্ত হচ্ছে মালয়েশিয়ার বিপজ্জনক মাদক আইন ১৯৫২–এর ধারা ৩৯(বি) অনুযায়ী, যেখানে দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড, বিকল্প হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড এবং ন্যূনতম ১২ বার বেত্রাঘাতের কঠোর শাস্তির বিধান রয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং কুলাইসহ জোহর রাজ্যের বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup