সর্বশেষ

মালয়েশিয়ায় পা পিছলে রেলিং ভেঙে পড়ে নিহত বাংলাদেশি যুবক

Malaysian expatriate dies after slipping and breaking balcony railing

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্দার বাহরুর বাঙ্গি এলাকায় ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত হন নারায়ণগঞ্জের বাসিন্দা মো. ইব্রাহিম খলিল (২৮)। তার পিতার নাম মোতালেব।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সারাদিনের কাজ শেষ করে রাতে রুমে ফিরে গোসল সেরে কাপড় শুকানোর জন্য বারান্দায় যান ইব্রাহিম খলিল। বারান্দায় পানি জমে থাকায় পা পিছলে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী মো. রোমান খান জানান, ইব্রাহিম শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন এবং সারাদিনের পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই অবস্থায় বারান্দায় যেতে গিয়ে পা পিছলে রেলিংয়ের ওপর আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি নিচে পড়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা হিসেবেই বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। নিহত ইব্রাহিম খলিলের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup