সর্বশেষ

মালয়েশিয়ার খাদ্য কারখানায় বিষাক্ত গ্যাসে বাংলাদেশিসহ ৯ শ্রমিক অসুস্থ

9 workers, including Bangladeshi, fall ill from toxic gas at Malaysian food factory

মালয়েশিয়ার কেমামান–কের্তেহ বায়োপলিমার পার্কের একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ট্যাঙ্ক পরিষ্কারের সময় আকস্মিকভাবে বিষাক্ত গ্যাসে এক্সপোজারের ঘটনা ঘটে। এতে নয়জন শ্রমিক শ্বাসকষ্টে আক্রান্ত হন, যাদের মধ্যে একজন বাংলাদেশি কর্মীও রয়েছেন। ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে এবং দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।

তরেঙ্গানু ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা রোহায়া জামিল জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে জরুরি কল পাওয়ার পর ১৮ জন ফায়ারফাইটার ও একটি বিশেষ হ্যাজম্যাট ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শ্রমিকরা অ্যামোনিয়া বা মিথাইল মার্কাপটান ধরনের তীব্র বিষাক্ত গ্যাস শ্বাসের সঙ্গে গ্রহণ করেছিলেন।

কারখানার অন্যান্য কর্মীরা দ্রুত আক্রান্ত শ্রমিকদের পাকা হেলথ ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে ছয়জনকে গুরুতর অবস্থা বিবেচনায় ডুংগুন হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, গ্যাস-এক্সপোজারে আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

ফায়ার সার্ভিস কারখানার ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘ওয়াটার সাপ্রেশন’ পদ্ধতি ব্যবহার করে বাতাসে থাকা গ্যাসের ঘনত্ব কমায়। পরিস্থিতি স্থিতিশীল হলে এলাকা নিরাপদ ঘোষণা করা হয়। ঘটনাটির কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup