মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ২০৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ২০১ জন ছিলেন কেন্দ্রটির গ্রাহক এবং বাকি সাতজন কর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে গোপন নজরদারির পর কেএল স্ট্রাইক ফোর্স, জাওই এবং ডিবিকেএল-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়, যা ওই প্রতিষ্ঠানে নিয়মিত অনৈতিক কার্যক্রম পরিচালনার প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তদন্তে জানা গেছে, দোতলা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রটি গত আট থেকে দশ মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনে প্রচারণা চালিয়ে আসছিল। সেখানে প্রবেশের জন্য ৩৫ রিংগিত প্রবেশমূল্য এবং নতুন সদস্য নিবন্ধনের জন্য ১০ রিংগিত ফি নেওয়া হতো। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৬০ বছরের মধ্যে, যাদের মধ্যে ২৪ জন বিদেশি নাগরিক।
আরও
অভিযান শেষে আটক সবাইকে ডাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের মাদক সেবন পরীক্ষা ও বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। কর্মকর্তারা জানান, ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭৭বি ধারায় তদন্ত করা হচ্ছে, যা অনৈতিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখে।










