মালয়েশিয়ার বুকিত কায়ু হিতাম সীমান্তে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনী। করপোরেট পোশাক পরে নিজেদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের অতিথি হিসেবে পরিচয় দিলেও শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা ব্যর্থ হয় সীমান্ত প্রহরীদের সতর্কতায়।
বুকিত কায়ু হিতাম সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণ সংস্থা (AKPS)-এর কমান্ডার সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ নাসারুদ্দিন এম নাসির জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। পুরুষরা কালো স্যুট ও নারীরা শাড়ি পরে স্থলপথে বুকিত কায়ু হিতামের ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টিন ও সিকিউরিটি (ICQS) কমপ্লেক্স দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, তারা নির্ধারিত প্রবেশ শর্ত পূরণে ব্যর্থ হন এবং সন্দেহ করা হচ্ছে, তারা প্রকৃত পর্যটক নন। যাচাই-বাছাই শেষে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে একই পথে ফেরত পাঠানো হয়েছে।
আরও
সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ নাসারুদ্দিন জানান, মালয়েশিয়ার সীমান্ত সুরক্ষা বাহিনী সবসময় দেশের প্রবেশদ্বারগুলোতে কঠোর নজরদারি বজায় রাখে, যাতে কেউ বেআইনি উদ্দেশ্যে এই পথগুলো ব্যবহার করতে না পারে।
তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণামূলক প্রবেশ প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।











