মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ প্রবাসীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে—দেশে ব্যবসায়িক সুবিধা বা স্থায়ী অধিবাসনের লক্ষ্যে ভুয়া বিয়ে করা যাবে না। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন এবং বলেন, পরিবারের নামে কেবল পাস বা অভিবাসন সুবিধা নেয়া হলে তা কঠোরভাবে তদন্তে নেওয়া হবে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ভাইবস এ কথা প্রকাশ করেছে।
অভিযানের আওতায় প্রমাণ মিললে বিদেশিদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে সাজা প্রদান করা হবে এবং দণ্ড কেটানোর পর কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে ইমিগ্রেশন তাই জানিয়েছে। মিথ্যা বা চুক্তিভিত্তিক বিবাহের মাধ্যমে ব্যাংক ঋণ, ব্যবসায়িক অনুমতি ও অন্যান্য সুবিধা গ্রহণ করার চেষ্টা বৃদ্ধির কথা কর্মকর্তা উল্লেখ করেছেন। তদন্তে এ ধরনের কণ্ঠস্বর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জাকারিয়া শাবান আরও বলেন, পাস বা অন্যান্য অভিবাসন সুবিধা প্রাপ্ত দম্পতিদের ক্ষেত্রে কাজ করার জন্য আলাদা অনুমতি প্রয়োজন এবং সন্দেহভাজন দম্পতিদের বাড়ি ও কর্মস্থলে হঠাৎ পরিদর্শন, সাক্ষাৎকার ও নথি যাচাই করা হবে। ইমিগ্রেশন ইতোমধ্যে পুলিশ, নিবন্ধন বিভাগ, ইসলামিক কর্তৃপক্ষ, রাজ্য বাসস্থান কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
আরও
মালয়েশিয়া সরকার বারবার জোর দিয়ে বলেছে, “বিয়ে ব্যবসার টিকিট নয়”—ভুয়া বিবাহকে রাষ্ট্র ও সমাজের ওপর বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করে এমন কায়দায় সুবিধা নেওয়া হলে কঠোর শাস্তি হবে। কর্তৃপক্ষ প্রবাসী ও অভিবাসীদেরও অনুরোধ করেছে কোনো প্রলোভনে পড়ে আইন ও নৈতিকতার পরিধি লঙ্ঘন না করার।











