সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

62 migrants, including bangladeshis, detained in malaysia

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধভাবে কর্মরত ৬২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার (১১ অক্টোবর) রাতে জোহর ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযান ‘অপস সেলারা’-তে তাদের গ্রেপ্তার করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে বৈধ অনুমতি ছাড়া বিদেশি শ্রমিকদের কাজ করার প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিটের পাশাপাশি মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সি (এবিকেসএ)-এর সদস্যরাও অংশ নেন। মোট ১৪৩ জনের নথি যাচাই শেষে ৬২ জনকে আটক করা হয়। তাদের বয়স তিন থেকে ৫০ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের ৩০ জন, ইন্দোনেশিয়ার ৫ জন, বাংলাদেশের ৩ জন, ভারতের ২ জন, নেপালের ১ জন ও শ্রীলঙ্কার ১ জনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

দাতুক রুসদি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগ আনা হয়েছে—যেমন বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং সামাজিক ভিসা অপব্যবহার করে কাজ করা। পাশাপাশি সংশ্লিষ্ট দুটি রেস্টুরেন্টের স্থানীয় মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের অধীনে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগ আনা হবে।

সব আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। রুসদি সাধারণ জনগণকে আহ্বান জানান, অবৈধ অভিবাসন, মানবপাচার ও চোরাচালান সংক্রান্ত তথ্য দ্রুত কর্তৃপক্ষকে জানিয়ে জাতীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup