সর্বশেষ

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক

662 migrants, including 150 bangladeshis, detained in malaysia

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় ব্যাপক অভিবাসন অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া এ অভিযানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের অভিযোগে মোট ৬৬২ বিদেশি শ্রমিককে আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদিন জানান, চার মাসের গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সসহ বিভিন্ন সংস্থার ২৪২ জন কর্মকর্তা অংশ নেন। প্রায় ১০০টি স্থাপনায় অভিযান চালানো হয় এবং নয়টি দোকান ঘিরে ফেলা হয়।

অভিযানে ১,১৩২ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ৬৪৩ জন পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪৩৭, বাংলাদেশের ১৫০, পাকিস্তানের ৩৫, মিয়ানমারের ৩৬, নেপালের ২৪ এবং ভারতের ১০ জন নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে।

আটকদের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে— বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, ভিসার শর্ত ভঙ্গ, মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার এবং ভুয়া বা অচেনা পরিচয়পত্র বহন। এ ছাড়া একটি অব্যবস্থাপনা ডরমেটরি শনাক্ত করে জনশক্তি বিভাগে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইমিগ্রেশন পরিচালক সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহযোগিতা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে কিছু নিয়োগকর্তা কর্মীদের পাসপোর্ট জমা দিয়ে তদন্তে সহায়তা করেছেন। তিনি আরও জানান, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের প্রয়োজন রয়েছে, তবে অবশ্যই বৈধ উপায়ে কাজ করতে হবে। শুধু পুলাউ ইন্দাহ নয়, সেলাঙ্গর জুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup