সর্বশেষ

মালয়েশিয়ায় হোটেল-রেস্টুরেন্টে অভিযান, ২১ বাংলাদেশি গ্রেপ্তার

Malaysia 20250924 102225828

মালয়েশিয়ায় আবারও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)। রাজধানীর লোরং হাজি তাইব এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় দৈনিক সিনার হারিয়ান এ খবর প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অভিযান চলাকালে কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে অনেক বিদেশি ব্যবসায়ী পালিয়ে যায়। এতে বহু স্টল খালি হয়ে যায় এবং অল্পসংখ্যক স্থানীয় ব্যবসায়ী ওই স্থানে অবস্থান করছিলেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, লোরং হাজি তাইব এলাকায় মার্কেট ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি, একজন ভারতীয়, একজন পাকিস্তানি ও দুজন ইন্দোনেশিয়ান। আটককৃতদের কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন ও ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা চলছে।

একইদিন দুপুরে রাজধানীর একটি হোটেলে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ১৩ জন নারী। আটককৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১২ জন ইন্দোনেশিয়ান ও একজন নেপালি রয়েছেন।

অভিযানে আরও জানা যায়, অবৈধ অভিবাসীদের নিয়োগে জড়িত সন্দেহে দুইজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এই ধরনের নিয়মিত অভিযান চালানো হলে অবৈধ বিদেশিদের প্রভাব হ্রাস পাবে এবং স্থানীয়রা উপকৃত হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup