সর্বশেষ

মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের বিষয়ে বোয়েসেলের সতর্কবার্তা

Boesel warns workers about going to malaysia

মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার এখনো আনুষ্ঠানিকভাবে খোলা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটি গমনেচ্ছু কর্মীদের বিভ্রান্ত না হওয়ার এবং কোনো ধরনের প্রতারণার শিকার না হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোয়েসেল জানায়, গত ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করেও নানা জটিলতার কারণে যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, শুধুমাত্র সেই তালিকাভুক্ত ৭ হাজার ৮৭৩ জন কর্মীকেই বিশেষ উদ্যোগে পাঠানো হবে। তাদের জন্য সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় গমনের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এ বিশেষ প্রক্রিয়া শুধু তালিকাভুক্ত কর্মীদের জন্য সীমাবদ্ধ। তারা কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে প্রশিক্ষণ গ্রহণের পর সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়— ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা পরিশোধ করে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে, এই প্রক্রিয়ার বাইরে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়নি। কেউ যদি শ্রমবাজার খোলার গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তা সম্পূর্ণ প্রতারণা। তাই কর্মীদের সতর্ক থেকে এ ধরনের অসাধু চক্রের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup