সর্বশেষ

মালয়েশিয়ায় ম্যাসেজ পার্লারে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫৪ বিদেশি

Raid on massage parlor in malaysia, 54 foreigners including bangladeshis arrested

মালয়েশিয়ার জোহর বাহরুতে তিনটি ম্যাসেজ ও রিফ্লেক্সোলজি সেন্টারে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫৪ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ অভিযানে মোট ১১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এ তথ্য নিশ্চিত করেন।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুত্রজায়া ও জোহর থেকে ৪৭ জন কর্মকর্তা এই যৌথ অভিযানে অংশ নেন। আটককৃতদের মধ্যে দুইজন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও লাওসের নাগরিক ছিলেন। তাদের বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে এবং বেশিরভাগই ম্যাসেজ থেরাপিস্ট হিসেবে কাজ করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বিভাগ জানায়, বৈধ কাগজপত্র ছাড়াই এসব বিদেশি নাগরিক ম্যাসেজ পার্লারে কাজ করছিলেন। অভিযানে তিনজন স্থানীয় তত্ত্বাবধায়ককেও আটক করা হয়েছে। এক কেন্দ্রের ভেতরে ম্যাসেজ ও রিফ্লেক্সোলজির পাশাপাশি বাষ্পস্নানাগারেরও ব্যবস্থা ছিল। এসব সেবার জন্য ৯২ থেকে ১৮০ মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত নেওয়া হতো, আর বাষ্পস্নানাগারের বিশেষ প্যাকেজের জন্য বিল ধরা হতো ৩০০ রিঙ্গিত।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবাইকে আরও তদন্তের জন্য সেটিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, জনসাধারণের দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান সফল হয়েছে। একইসঙ্গে অবৈধ অভিবাসন, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup