মালয়েশিয়ার হাইকোর্ট এক অভিবাসন কর্মকর্তা শামসুদ্দিন ইসহাককে (৫১) জাল “মাই সেকেন্ড হোম” ভিসার নথি তৈরির ঘটনায় আট বছরের কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে। বিচারক দাতুক আজহার আব্দুল হামিদ শুক্রবার এ রায় ঘোষণা করেন।
প্রতিবেদন অনুযায়ী, শামসুদ্দিন ভানুয়াতুর এক ব্যক্তির জন্য জাল নথি প্রস্তুত করেছিলেন, যা অভিবাসী পাচারের উদ্দেশ্যে ব্যবহারের উদ্দেশ্যে প্রমাণিত হয়েছে। আদালত জানিয়েছে, যদি তিনি জরিমানাটি পরিশোধ করতে ব্যর্থ হন, তবে তার দণ্ড আরও এক বছর বৃদ্ধি পাবে।
আদালত আপিলের সময় তার কারাদণ্ড স্থগিত রেখে জামিনের পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার রিঙ্গিত নির্ধারণ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, অভিযুক্ত কর্মকর্তা সরকারি দায়িত্ব ও জন আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
আরও
আইনজীবীরা আরও বলছেন, এই ধরনের অপরাধ কেবল প্রতিষ্ঠানের জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। বিশেষভাবে এই মামলাটি মালয়েশিয়ার অভিবাসী পাচারবিরোধী আইন ২০০৭-এর ২৬ ধারায় প্রথম দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা।
হাইকোর্টের এই রায় অভিবাসী ভিসা জালিয়াতি ও পাচারের বিরুদ্ধে শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের জালিয়াতি রোধে এ রায় এক নজির স্থাপন করেছে।











