মালয়েশিয়ার জোহর রাজ্যে এক যৌথ অভিযান চলাকালীন আরও ৩৮ জন বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানটি অনুষ্ঠিত হয়েছিল গত বুধবার ইস্কান্দার পুতেরি ও কুলাই এলাকার ৪৩টি স্থানে। অভিযানে মোট ১৯৯ জনকে তল্লাশি করা হয় এবং ৯৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৩৮ জন বাংলাদেশি।
আটককৃতদের মধ্যে অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। এর মধ্যে ইন্দোনেশিয়ার ২০ জন, মিয়ানমারের ২২ জন, পাকিস্তানের ৬ জন, ভারতের ৪ জন, ভিয়েতনামের ২ জন, নেপালের ১ জন এবং থাইল্যান্ডের ১ জন অন্তর্ভুক্ত। অভিযান চালানোর কাজে অংশ নিয়েছে এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিট এবং মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (AKPS)।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুইজন স্থানীয় নাগরিক এবং একজন প্রাঙ্গণ ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও
আটককৃতদের আরও তদন্তের জন্য সেতিয়া ট্রপিকানা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ নিয়োগকর্তাদের সতর্ক করেছে যে, তারা যেন কোনো অবৈধ অভিবাসীকে নিয়োগ বা আশ্রয় না দেন। এছাড়া, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে তথ্য যাচাই করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
এই অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ ও আইন মেনে চলার গুরুত্ব পুনরায় প্রমাণ করেছে। কর্তৃপক্ষ আশা করছে, এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও সতর্কতা বৃদ্ধি করবে এবং অবৈধ কর্মসংস্থান কমাবে।











