সর্বশেষ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৬ বাংলাদেশি আটক

36 bangladeshis arrested in special operation in malaysia

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শিল্প এলাকায় বিশেষ অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২৬ আগস্ট) পরিচালিত এ অভিযানের তথ্য বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে নিশ্চিত করেন ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া সাবান।

Mal 2 20250828142231

তিনি জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর শাহ আলমের একটি পুনর্ব্যবহারযোগ্য কারখানায় অভিযান চালানো হয়। এ সময় মোট ৫৩ জনের ভ্রমণ নথি যাচাই করা হয়। এর মধ্যে ৩৫ থেকে ৫০ বছর বয়সী ৩৬ জন বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছিলেন। কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কেউ কেউ পাসের শর্ত ভঙ্গ করেছেন।

আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, অবৈধভাবে অবস্থানকারী কিংবা ভিসা-পাসের অপব্যবহারকারীদের ছাড় দেওয়া হবে না। এ ছাড়া তাদের সহযোগী ও নিয়োগদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাকারিয়া সাবান আরও স্পষ্ট করে বলেন, ইমিগ্রেশন আইন বাস্তবায়নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মালয়েশিয়ার অভ্যন্তরে অবৈধ শ্রমিকদের চিহ্নিত ও শৃঙ্খলায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup