সর্বশেষ

প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

Nahid islam to visit malaysia to exchange views with expatriates

মালয়েশিয়ায় তিনদিনের সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন নাহিদ ইসলাম। সফরের সময় তিনি প্রবাসী সম্প্রদায়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে আলোচনার পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরিকল্পনাও রাখছেন।

সফরের মূল আয়োজনের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩০০ প্রবাসী বাংলাদেশি উপস্থিত থাকবেন। এ মহাসমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী ও সাধারণ প্রবাসী অংশগ্রহণ করবেন। এছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে। আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, সামাজিক দায়িত্ব, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা তুলে ধরা হবে।

আয়োজকদের মতে, সফরের মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পরিবর্তন ও নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাদের রাষ্ট্রগঠনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। এতে প্রবাসীরা দেশের রাজনৈতিক অগ্রগতি ও গণ-আন্দোলনের অভিজ্ঞতা সরাসরি জানার সুযোগ পাবেন।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই সফরকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের মতে, সফরটি প্রবাসীদের অংশগ্রহণ জোরদার করবে এবং বাংলাদেশকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক বলেন, নাহিদ ইসলামের সফর প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং রাষ্ট্রগঠনে সক্রিয় ভূমিকা গ্রহণে উদ্বুদ্ধ করবে। কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ বলেন, এই সফর প্রবাসীদের নতুন দিকনির্দেশনা ও উদ্দীপনা দেবে, যা বাংলাদেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup