সর্বশেষ

দুই নারীকে ধর্ষণ, প্রকাশ্যে মৃত্যুদণ্ড

Iran

ইরানে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির ওপর প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলে, মঙ্গলবার স্থানীয় প্রশাসন জনসমক্ষে তার সাজা কার্যকর করে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরি জানান, মামলাটি সর্বোচ্চ আদালত সুস্পষ্টভাবে পর্যালোচনা করার পর রায় বহাল থাকে এবং আইন অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়। তিনি বলেন, সমস্ত বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, দোষী ব্যক্তি প্রতারণার মাধ্যমে দুই নারীকে তার নিয়ন্ত্রণে এনে জোরপূর্বক ধর্ষণ করেন। শুধু তাই নয়, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকির মাধ্যমে ভুক্তভোগীদের মানহানির আশঙ্কা সৃষ্টি করে বিষয়টি গোপন রাখতে বাধ্য করার চেষ্টা করেছিলেন তিনি।

তবে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং আদালত চূড়ান্ত রায় ঘোষণার নির্দিষ্ট সময় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমস জানায়, গুরুতর অপরাধের অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হয়েছিল।

ইরানে যৌন সহিংসতার অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার নজির এর আগেও রয়েছে। তবে এই ধরনের শাস্তি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রায়শই উদ্বেগ প্রকাশ করে থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup