সর্বশেষ

ফ্লাইটে বোমা আতঙ্কে তোলপাড়, বাধ্য হয়ে জরুরি অবতরণ

Indigo flight

মাঝ আকাশে বোমা থাকার হুমকির জেরে ভারতের একটি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছে। দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর একটি ফ্লাইট রোববার (১৮ জানুয়ারি) সকালে লখনউ বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে মোট ২৩৮ জন যাত্রী ছিলেন বলে সংশ্লিষ্ট জানা গেছে।

লখনউয়ের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) রজনীশ বর্মা জানান, উড়োজাহাজটির শৌচালয়ে একটি টিস্যু পেপার পাওয়া যায়, যেখানে লেখা ছিল—‘বিমানে বোমা রয়েছে’। এই বার্তা পাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিমানটি দ্রুত লখনউ বিমানবন্দরে নামানো হয় এবং নির্ধারিত আইসোলেশন বে-তে স্থানান্তর করা হয়। পরে সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বিমান অবতরণের পরপরই তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। বিমানবন্দরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও সিআইএসএফ সদস্যরা পৌঁছে উড়োজাহাজটি পরীক্ষা করেন। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা যাচাইও করা হয়। প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু পাওয়া গেছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

ইন্ডিগোর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ফ্লাইট নম্বর ৬ই-৬৬৫০–এ বোমাতঙ্ক সৃষ্টি হওয়ার পর নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং লখনউতে জরুরি অবতরণ করানো হয়। সংস্থাটি জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটে ২৩০ জন যাত্রীর মধ্যে আটজন শিশু ছিলেন। এছাড়া দুইজন পাইলট ও ছয়জন কেবিন ক্রু দায়িত্ব পালন করছিলেন। লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টা ৪৬ মিনিটে বোমাতঙ্কের তথ্য পাওয়া যায় এবং সকাল ৯টা ১৭ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি আইসোলেশন এলাকাতেই রাখা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup