ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস–এর বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) মালদহে এক নির্বাচনী জনসভায় বাংলায় ভাষণ দিয়ে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারকে সরিয়ে দেওয়ার সময় এসেছে—এ মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে।
জনসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে এবং সাধারণ মানুষের অর্থ লুটপাটের সঙ্গে জড়িত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এনডিটিভির প্রতিবেদনের বরাতে জানা গেছে, ভাষণে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের ভোটারদের প্রসঙ্গ টেনে বলেন, ‘জেন জি’ প্রজন্ম উন্নয়নমুখী রাজনীতির পক্ষে অবস্থান নিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে বিজেপির বড় সাফল্যের কথা উল্লেখ করেন এবং দাবি করেন, একই প্রবণতা পশ্চিমবঙ্গেও প্রতিফলিত হবে।
আরও
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর সরকারকে ‘নিষ্ঠুর’ ও ‘হৃদয়হীন’ আখ্যা দিয়ে মোদি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছাতে রাজ্য সরকার বাধা সৃষ্টি করছে। তার দাবি, এই কারণেই পশ্চিমবঙ্গ উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে।
डबल इंजन सरकार बनते ही पश्चिम बंगाल में घुसपैठियों के खिलाफ बड़ा एक्शन लिया जाएगा। इसके साथ ही मतुआ और नामशूद्र जैसे शरणार्थियों को पूरी सुरक्षा देकर उनकी बस्तियों में विकास को गति दी जाएगी, ये मोदी की गारंटी है। pic.twitter.com/QRLkYHole1
— Narendra Modi (@narendramodi) January 17, 2026
অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যুতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের রক্ষা করে রাজ্যের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা ঝুঁকির মুখে ফেলা হয়েছে। একই সঙ্গে তিনি হিন্দু ও মথুয়া সম্প্রদায়ের উদ্বাস্তুদের আশ্বস্ত করে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই; এই আইন নির্যাতিত শরণার্থীদের অধিকার সুরক্ষার লক্ষ্যেই প্রণীত। মালদহের জনসভা থেকে উন্নয়ন, অনুপ্রবেশ রোধ ও সিএএ—এই তিনটি বিষয়কেই বিজেপির নির্বাচনী কৌশলের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন তিনি।











