সর্বশেষ

ট্রলারসহ ২৮ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

India arrests 28 Bangladeshi fishermen along with trawler

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল থেকে বাংলাদেশি মাছ ধরার দুটি ট্রলার আটক করেছে দেশটির উপকূলরক্ষীবাহিনী। ট্রলার দু’টিতে থাকা মোট ২৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এদের সবাই টানা প্রায় ১৫ দিন সমুদ্রে ভাসমান ছিলেন।

উপকূলরক্ষী বাহিনীর তথ্যে জানা যায়, গত রোববার রাতে ‘এফবি আল্লাহ মালিক’ নামের একটি ট্রলার অনুমতি ছাড়াই ভারতীয় সমুদ্রসীমায় প্রবেশ করে। পরবর্তীতে নথিপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদের পর ট্রলারটি জব্দ এবং সংশ্লিষ্ট জেলেদের আটক করা হয়। সোমবার সকালে আটকদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, আটক জেলেদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মোসাভানিপেটা উপকূলের কাছে আরও একটি বাংলাদেশি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে স্থানীয় উপকূলরক্ষী বাহিনী। প্রাথমিক তদন্তে জানা যায়, ভোলা জেলার এই জেলেরা মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে দিকভ্রান্ত হন এবং অনিচ্ছাকৃতভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করেন।

স্থানীয় জেলেরা প্রথমে তাদের নৌকা নোঙর অবস্থায় দেখতে পান এবং অভুক্ত অবস্থায় থাকা জেলেদের খাবার, পানি ও ওষুধ সরবরাহ করেন। পরে পুলিশ এসে ভাষাগত জটিলতা সত্ত্বেও স্থানীয়দের সহযোগিতায় তাদের পরিচয় নিশ্চিত করে। জানতে পারে, প্রায় ১৫ দিন ধরে তারা মাঝসমুদ্রে ভাসমান ছিলেন।

পরবর্তীতে উপকূলরক্ষী বাহিনী জেলেদের আটক করে তদন্তের জন্য কলিঙ্গপত্তনম থানায় হস্তান্তর করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক জেলেদের মধ্যে রয়েছেন সজীব, জাহাঙ্গীর, সাব্বির, খোকন, মাকসুদসহ মোট ১৩ জন, যাদের সবাই ভোলা জেলার বাসিন্দা। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রলারের কারিগরি ত্রুটি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup