ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে এক তরুণীর বেপরোয়া আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক তরুণী প্রায় নগ্ন অবস্থায় চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীরের অর্ধেক অংশ বের করে উল্লাস করছেন। ব্যস্ত শহরের রাস্তায় ঘটনার এমন দৃশ্য দেখে হতবাক হয়েছেন পথচারী ও আশপাশের গাড়িচালকেরা।
ভিডিওটিতে দেখা যায়, দ্রুতগতিতে ছুটে চলা একটি কালো গাড়ির মাঝের জানালা দিয়ে তরুণী প্রথমে মুখ বের করেন, এরপর শরীরের বেশিরভাগ অংশ জানালার বাইরে এনে চিৎকার ও উল্লাসে মেতে ওঠেন। গাড়ি চলন্ত অবস্থায় তিনি দুলতেও থাকেন, যা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। তরুণীর ঊর্ধ্বাঙ্গে প্রায় কোনো পোশাক না থাকায় ঘটনাটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এই ঘটনাটি ধারণ করেন অন্য এক গাড়ির আরোহী, যিনি পরে ভিডিওটি ইনস্টাগ্রামের ‘UP Khabar’ পেজে প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে লাখ লাখ মানুষ তা দেখে ফেলেন। পোস্টে দাবি করা হয়, ঘটনাটি ঘটেছে লখনউয়ের শহিদ পথ রোডে, এবং কালো গাড়িটির নম্বর প্লেট উত্তরপ্রদেশেরই।
আরও
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে মজার হিসেবে নিলেও অধিকাংশই তরুণীর এই আচরণকে ‘অশালীন ও বিপজ্জনক’ বলে সমালোচনা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, “জনসম্মুখে এমন আচরণ সমাজ ও ট্রাফিক আইনের প্রতি অসম্মান—এটির শাস্তি হওয়া উচিত।”
View this post on Instagram
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ভাইরাল ভিডিওটির পরিপ্রেক্ষিতে লখনউ পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে জননিরাপত্তা, ট্রাফিক আইন প্রয়োগ ও সামাজিক শালীনতার বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।











