ভারতের বিহারে এক নারীর প্রতি ভয়াবহ হত্যার ঘটনা ঘটেছে, যেখানে তার স্বামী তাকে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যা করেছেন। অভিযোগ অনুযায়ী, স্বামী বিকাশ কুমার নতুন প্রেমিকাকে বিয়ে করতে চাচ্ছিলেন, যা তার দ্বিতীয় স্ত্রী সুনিতা দেবী প্রতিরোধ করেন। ক্ষুব্ধ হয়ে তিনি এই নৃশংস পদক্ষেপ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে সুনিতা তার ভাইকে ফোন করে জানিয়েছিলেন যে বিকাশ তাকে বাড়ির আঙিনায় আটকে রেখেছে এবং পেট্রল ঢেলে আগুন ধরিয়েছে। এরপর তিনি রান্নাঘরের গ্যাসের স্টোভ চালু করে ম্যাচের কাঠি ব্যবহার করেন। ফোনে সুনিতা শেষবার জানান, তিনি আর বাঁচতে পারবেন না। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায় বিকাশের পরিবার মৃতদেহ দাহের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সুনিতার পরিবারের উপস্থিতি দেখতে পেয়ে তারা পালিয়ে যায়। সুনিতার বাবা জানান, নালন্দা জেলার গ্রামে বিকাশ পাঁচ বছর আগে সুনিতাকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা জানতে পারেন, বিকাশের আগে এক স্ত্রী ছিল, যার সঙ্গে বিচ্ছেদ হয়নি।
আরও
এছাড়াও, সুনিতার দুটি সন্তান জন্মের পর মারা যায়। এরপর বিকাশ প্রেমিকাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন, যা নিয়ে সুনিতার সঙ্গে নিয়মিত ঝগড়া হয়। শেষ পর্যন্ত সুনিতা বাবার বাড়িতে চলে যান, তবে সম্প্রতি দুর্গাপূজা শুরুর আগে বিকাশ তাকে শ্বশুরবাড়িতে ফিরে আসার জন্য বলেন।
স্থানীয় পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। অপরাধে অভিযুক্ত বিকাশের পরিবারের কয়েকজন পলাতক রয়েছে।











