সর্বশেষ

দুবাই থেকে ফিরে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

Husband commits suicide after killing wife after returning from dubai

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুবাই থেকে দেশে ফেরার পর ধর্মশিলাম (৩০) নামে এক ব্যক্তি তার স্ত্রী মঞ্জু (২৭)কে হত্যা করে আত্মহত্যা করেছেন।

ধর্মশিলাম দুবাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন, আর তার স্ত্রী মঞ্জু বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। দম্পতি ২০২২ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের কোনও সন্তান ছিল না। তারা মঞ্জুর বাবা পেরিয়াস্বামীর সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে পেরিয়াস্বামী বাড়ি ফেরেন এবং মেয়ের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। মঞ্জুর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। একই ঘরে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ধর্মশিলামকে।

স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা ঘটনার পেছনের মনস্তাত্ত্বিক ও পারিবারিক প্রেক্ষাপট যাচাই করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup