নিজের নাবালিকা কন্যাকে ধারাবাহিকভাবে ধর্ষণের অপরাধে এক পিতাকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত। রায়ে তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারিতে ভুক্তভোগী নাবালিকা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, মায়ের মৃত্যুর পর ভাইসহ বাবার সঙ্গেই থাকছিলেন। এ সময় বাবার লাগাতার নির্যাতনের শিকার হন তিনি। অবশেষে সহ্য করতে না পেরে তিনি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং মামলার তদন্ত শুরু করে।
তদন্তে পুলিশের হাতে আসা তথ্যপ্রমাণে নির্যাতনের সত্যতা স্পষ্ট হয়। এমনকি ভুক্তভোগীর মায়ের মৃত্যুর সঙ্গেও পরোক্ষভাবে অভিযুক্তের নির্যাতন দায়ী ছিল বলে উঠে আসে তদন্ত প্রতিবেদনে। সবশেষে প্রমাণ ও চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়।
আরও
রাষ্ট্রপক্ষ মামলায় ১৫ জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করে। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।
রায়ের পর সরকারি কৌঁসুলি বলেন, “নিজ কন্যাকে ধর্ষণের মতো জঘন্য অপরাধে আদালত দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন।” পাশাপাশি বিচারক ভুক্তভোগীকে তিন লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন, যাতে তার পুনর্বাসনে সহায়ক হয়।











