ভারতের ত্রিপুরার বিশালগড়ের পূর্ব চম্পামুড়া এলাকায় পারিবারিক বিবাদকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় কুটন দেবনাথ অভিযোগ করেছেন, তার স্ত্রী শিল্পী দেবনাথ তাকে ডিভোর্স না দিয়েই প্রভাবশালী এক রাজনৈতিক নেতার সঙ্গে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কুটন দেবনাথ জানান, ২০১৮ সালে পশ্চিম নলছড় এলাকার বাসিন্দা হিসেবে তার সঙ্গে শিল্পী দেবনাথের বিয়ে হয়। তবে বিয়ের অল্প কিছুদিন পরেই দাম্পত্য কলহ শুরু হয় এবং স্ত্রী বাবার বাড়ি ফিরে যান। অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে স্ত্রী সন্তান নিয়ে চিরতরে বাপের বাড়িতেই বসবাস শুরু করেন।
তিনি দাবি করেন, একাধিকবার স্ত্রীকে ঘরে ফেরানোর চেষ্টা করলেও কোনো ফল হয়নি। বরং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এ অবস্থায় খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, শিল্পী দেবনাথের সঙ্গে স্থানীয় প্রভাবশালী বিজেপি নেতা রাজু দেবনাথের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
আরও
এরই মধ্যে আদালতে ভরণপোষণ মামলা দায়ের করলে কুটন দেবনাথ নিয়মিত অর্থ প্রদান করে আসছেন। তবে তার অভিযোগ, ভরণপোষণের অর্থ ছাড়াও তাকে নানা উপায়ে ব্ল্যাকমেইল করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী।
কুটন দেবনাথের অভিযোগ, বৈধভাবে ডিভোর্স না দিয়েই স্ত্রী অন্য পুরুষকে বিয়ে করেছেন, যা বেআইনি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং নিজের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।











