ভারতের বৃন্দাবনের একটি আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের এক যুবক সম্প্রতি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, পুরোহিত তাকে জোরপূর্বক নির্যাতন করেছেন এবং ঘটনার ভিডিও ব্যবহার করে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ২০২২ সালের ২২ নভেম্বর। ওই সময় অভিযোগকারী আশ্রমে অবস্থান করছিলেন। তার দাবি, পুরোহিত প্রসাদে মাদক মিশিয়ে তাকে অচেতন করেন এবং সুযোগ নিয়ে যৌন নিপীড়ন চালান। পরবর্তীতে ভিডিও দেখিয়ে নীরব থাকতে চাপ সৃষ্টি করা হয় এবং প্রতিবাদ করলে শারীরিকভাবে হেনস্তাও করা হয়। নিরাপত্তার অভাবে তিনি পরে আশ্রম ছেড়ে নিজ বাড়িতে ফিরে যান।
প্রথমে অভিযোগকারী আগ্রার ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কাছে বিষয়টি জানালে তাকে মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশের (এসএসপি) কাছে পাঠানো হয়। বর্তমানে সিডার সার্কেলের পুলিশ অফিসার সন্দীপ কুমার সিং এ ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছেন।
আরও
পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। তবে ঘটনাটি তিন বছর আগের হওয়ায় প্রমাণ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার কাজ চলছে। তদন্ত শেষে প্রাথমিক প্রতিবেদন এসএসপির কাছে জমা দেওয়া হবে।
এদিকে স্থানীয় মানবাধিকার কর্মীরা বলছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এমন অপকর্ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষ ও আশ্রমের ভক্তরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।










