সর্বশেষ

অতিরিক্ত ফি দাবি, বিমানবন্দর স্টাফের মেরুদণ্ড ভেঙে দিলেন যাত্রী! অতপর…

Passenger breaks airport staffs spine after demanding extra fee

শ্রীনগর বিমানবন্দরে স্পাইসজেটের কর্মীদের মারধরের ঘটনায় অভিযুক্ত এক সেনা আধিকারিককে পাঁচ বছরের জন্য ফ্লাইটে নিষিদ্ধ করা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) মঙ্গলবার জানিয়েছে, এই সময়সীমার মধ্যে তিনি স্পাইসজেটের কোনো বিমানে ভ্রমণ করতে পারবেন না।

ঘটনা ঘটে গত ২৬ জুলাই, যখন ওই সেনা আধিকারিক শ্রীনগর থেকে দিল্লিগামী এসজি-৩৮৬ ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি প্রায় ১৬ কেজি ওজনের ব্যাগ নিয়ে এসেছিলেন, যা নিয়মিত ডোমেস্টিক ফ্লাইটের সীমা সাত কেজির চেয়ে অনেক বেশি। অতিরিক্ত চার্জ দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি বোর্ডিং এলাকায় প্রবেশ করেন এবং বাধা দেওয়ার চেষ্টা করলে স্পাইসজেটের চার কর্মীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।

ভুক্তভোগী মুদাসির আহমেদ অভিযোগ করেন, সেনা আধিকারিক ব্যাগ দিয়ে তার মুখে আঘাত করেন। তার পরে ধাক্কা, থাপ্পড় এবং কিল-ঘুষি দেওয়ার অভিযোগও ওঠে। শুধু তাই নয়, নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানকেও তিনি মারধর করেন।

ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং সেনা বাহিনীও তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়। অভিযোগ দায়েরের পাশাপাশি সেনা আধিকারিককে ‘নো-ফ্লাই লিস্টে’ রাখার প্রক্রিয়া শুরু করা হয়। যদিও তিনি পাল্টা অভিযোগও দায়ের করেছেন বিমানবন্দর কর্মীদের বিরুদ্ধে।

ডিজিসিএ সূত্রে জানা যায়, ঘটনার পর একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশ অনুযায়ী, পাঁচ বছরের জন্য ওই সেনা আধিকারিককে স্পাইসজেটের ফ্লাইটে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে, যা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কার্যকর করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup