সর্বশেষ

চীনে নতুন ‘কে ভিসা’ কাদের জন্য?

'k visa' for in china

চীন সম্প্রতি বিদেশি বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার ও গণিতবিদদের জন্য নতুন ধরনের ‘কে ভিসা’ চালু করেছে। চীনে কিংবা স্বীকৃত কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী, অথবা গবেষণা ও শিক্ষার সঙ্গে সম্পৃক্তরা এই ভিসার আওতায় আবেদন করতে পারবেন।

২০১৩ সালে চালু হওয়া ‘আর-ভিসা’র পরিমার্জিত রূপ হলো এ ‘কে ভিসা’। এর মাধ্যমে বিদেশিরা চীনে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষা ও শিল্পখাতে কাজের সুযোগ পাবেন। বিশেষ দিক হলো— আবেদনকারীর জন্য কোনো চীনা প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার আমন্ত্রণপত্রের প্রয়োজন হবে না।

চীন বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, ধাতুবিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করছে। ফলে ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষত যারা যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি’ ভিসার সীমাবদ্ধতায় ভুগছিলেন।

নতুন নিয়মে প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে। সদ্য স্নাতক, গবেষক কিংবা শিল্পোদ্যোগীরা চাকরির অফার ছাড়াই চীনে গিয়ে কর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন। এর ফলে বিশ্বব্যাপী তরুণ পেশাজীবীদের জন্য চীন নতুন এক গন্তব্য হয়ে উঠতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup