সর্বশেষ

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত লাগোয়া সীমান্তে ভারতের খাসিয়া জনগোষ্ঠীর ছোড়া গুলিতে জমির আহমদ (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত জমির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নিহত জমিরের শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ থেকে ১২৯৪ পর্যন্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্যসামগ্রী আনতে বাংলাদেশি যুবকরা অনুপ্রবেশ করেন। অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের পান-সুপারির জুম নষ্ট করায় খাসিয়ারা প্রায় সময় তাদের তাড়া করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে জমির নামের এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।’

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup