সর্বশেষ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি খাওয়ালো বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি খাওয়ালো বিজিবি

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওপারে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি খাওয়ালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে ছয় প্যাকেট মিষ্টি উপহার দেয়া হয়। এ সময় বিএসএফ বিজিবিকে ধন্যবাদ জানায়।

জানা যায়, বিকেল সোয়া ৫টার দিকে বিজিবির আইসিপি কমান্ডার হাবিলদার মো. রুহুল আমীন ছয় প্যাকেট মিষ্টি বিএসএফ লঙ্কামোড়া কম্পানি কমান্ডার মহাবীরের হাতে তুলে দেন। এ সময় বিজিবি ও বিএসএফ নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবির আখাউড়া আইসিপি কমান্ডার বলেন, ‘সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি-বিএসএফ পরস্পরকে মিষ্টি ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। তাই এবারও দুর্গাপূজার উপলক্ষে তাদের উপহার হিসেবে মিষ্টি দেয়া হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup