সর্বশেষ

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

গা ঢাকা দিয়েছেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি/ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

লালমনিরহাটের সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনায় ও লালমনিরহাটে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মানবাধিকারকর্মী মোল্লা শওকাত হোসেন বাদী হয়ে এ মামলা করেন। অন্যদিকে লালমনিরহাট সদর থানায় একই অভিযোগে ঊর্মির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি তাহ হিয়াতুল হাবিব মৃদুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সব শহিদের প্রতি বিরূপ মন্তব্য করায় খুলনার আদালতে ঊর্মির বিরুদ্ধে এ মামলা করেছেন মোল্লা শওকাত। আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়,ম্যাজিস্ট্রেট ঊর্মি নিজ নামের ফেসবুকে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। অর্থাৎ রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন প্রধান উপদেষ্টা। স্ট্যাটাসে, মহাশয় আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ঊর্মি আরও লেখেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আপনার এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময়ে আলোর মতো পরিষ্কার হয়ে গেছে।

আইনজীবী মাসুদুর রহমান বলেন, তার এই পোস্টে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আক্রমণ করা হয়েছে। একই সঙ্গে স্ট্যাটাসে আন্দোলনে শহিদ আবু সাঈদকে রাজাকার বলে আখ্যায়িত করেছেন তিনি। তাই আসামির এ ধরনের মন্তব্য মানহানিকর ও রাষ্ট্রদ্রোহের শামিল।

এদিকে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে ঊর্মির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। আজ বিকেলে লালমনিরহাট সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি তাহ হিয়াতুল হাবিব মৃদুল এ অভিযোগ করেন।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযোগ পেয়েছি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে উল্লেখ করা হয়, নেত্রকোনা জেলার পূর্বধলা এলাকার ইসমাইল হোসেনের মেয়ে তাপসী তাবাসসুম ঊর্মি (৩০) লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনারের দায়িত্ব পালন করাকালে তার নিজ ফেসবুক আইডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে কটূক্তি করে এবং অন্তর্বর্তী সরকারকে হুমকিমূলক পোস্ট করেছেন। যা মানহানি ও রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup