সর্বশেষ

বাবার হত্যাকারী প্রবাসী ২ ছেলে কারাগারে

863742 14

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সম্পত্তির বিরোধের জের ধরে বাবাকে নৃশংসভাবে খুন করার অপরাধে আপন দুই ভাই প্রবাসী নিজাম উদ্দিন (৩৩) মিজানুর রহমানকে (২৫) গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) অপরাহ্নে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে ১২ সেপ্টেম্বর অপরাহ্নে গ্রেফতার লুৎফুর নাহারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে ১১ সেপ্টেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড় উঠান শাহমীরপুর গোয়াল বাপের বাড়িতে নিজ কক্ষে মায়ের যোগসাজসে বাবা নুরুল হক চৌধুরীকে (৬৮) হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুই ভাই। পরে ঘটনাস্থল পৌঁছে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও নিহত নুরুল হক চৌধুরীর স্ত্রী লুৎফুন নাহারকে (৫২) গ্রেফতার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বদরুজ্জামান দুই ভাইপো ও ভাবিকে আসামি করে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নোমান। ঘটনার পরেই প্রবাসী দুই ভাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনা দিন গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট ছেলে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। পরের দিন ১২ সেপ্টেম্বর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশের সহযোগিতায় বড় ছেলে নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

মামলা তদন্ত কর্মকর্তা জানান, শুক্রবার প্রবাসী দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বড় উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আর দেখেননি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup