সর্বশেষ

পিকআপ চাপায় প্রবাসীর স্ত্রী মৃত্যু

Feni 20240912 090725258

ফেনীর ফুলগাজী বাজারে কাচাঁবাজার করতে এসে পিকআপ চাপা ছেলের সামনে মায়ের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধা ৭ টায় ফুলগাজী কাচাঁ বাজারে এ ঘটনা ঘটেছে।

নিহত নারী ফুলগাজী বাজারের বাসিন্দা ও সৌদি প্রবাসী আবদুল কাদেরের স্ত্রী জাহানারা আক্তার মুক্তা (৩৫) এসময় সাথে থাকা ছেলে আলিফ (১২)গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীয় স্থানীয়দের সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা ৭ টায় ফুলগাজী ইউনিয়ন পরিষদ রোড়ে প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসা ফেরার সময়, মেইন রোড পার হওয়ার সময় দ্রুতগামী পাথর বোঝাই ট্রাক চাপায় পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ঐ নারীর মৃত্যু হয়। এই সময় সাথে থাকার তার একমাত্র ছেলে আলিফ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ছেলেকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপস্থিত জনতা গাড়ীর চালক কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নিহত জাহানারা আক্তার মুক্তার স্বামী সৌদি প্রবাসী আব্দুল কাদের, আগামি সপ্তাহের দেশে আসার কথা রয়েছে। নিহত মুক্তার একাদ্বশ শ্রেণীতে অধ্যায়নরত এক মেয়ে রয়েছে। তার স্বামীর বাড়ির পরশুরাম উপজেলা অনন্তপুর গ্রামে ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ মানে তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালকের গ্রেপ্তার করা হয়েছে ও গাড়ি আটক করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup