সর্বশেষ

ভোট নিয়ে প্রবাসীদের হঠাৎ যে নির্দেশনা দিলো ইসি

The EC's sudden instructions to expatriates regarding voting

আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী, তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বুধবার (২১ জানুয়ারি) ইসি এ নির্দেশনা প্রকাশ করে।

4d021914 824d 4ee7 bf49 6f6f9d6a19a7

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো নিশ্চিত করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডাকযোগে প্রেরণের ক্ষেত্রে সময় লাগতে পারে—এই বাস্তবতা বিবেচনায় আগেভাগেই ভোট পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো না হলে তা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে বিলম্ব হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে ভোট গণনার প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।

এ কারণে প্রবাসী ভোটারদের নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যালট পূরণ করে দ্রুততম সময়ে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইসি জানিয়েছে, সময়মতো ভোট পৌঁছানো নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় সহযোগিতা জরুরি।

কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং নির্ধারিত নিয়ম ও সময়সূচি অনুসরণ করে ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup