সর্বশেষ

প্রবাসীরা ভোট দিতে পারবেন ২১ জানুয়ারির পর থেকে

Expatriates will be able to vote from January 21st onwards

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা নাগরিকরাও এবার এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

ইসির তথ্য অনুযায়ী, বিশ্বের ১২০টিরও বেশি দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে এবারের নির্বাচনে বৃহৎ পরিসরে পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় আন হয়েছে। নতুন এই পদ্ধতিতে ভোট দিতে ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ব্যালট পৌঁছালে তা নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে। এরপর ২১ জানুয়ারির পর নির্ধারিত অ্যাপে লগইন করে ভোট প্রদান করা যাবে। কমিশন আরও জানায়, ব্যালট সংগ্রহ ও নির্ধারিত সময়ের মধ্যে ফেরত পাঠানোর বিষয়টি সম্পূর্ণভাবে ভোটারদের নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে।

ইসি বলছে, একাধিক ধাপের নিরাপত্তা যাচাই ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালট পদ্ধতিতে জালিয়াতির সুযোগ নেই। ভোটার শনাক্তকরণ, ব্যালট ট্র্যাকিং এবং ভোট প্রদানের প্রতিটি ধাপ নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে।

প্রথমবারের মতো এত বড় পরিসরে প্রবাসীদের ভোট গ্রহণ নির্বাচন কমিশনের জন্য একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যতে প্রবাসী ভোটাধিকার আরও বিস্তৃত করবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup