সর্বশেষ

পুনরায় চালু হলো অন অ্যারাইভাল ভিসা

On arrival visas reintroduced

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পুনরায় চালু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সব বিদেশস্থ বাংলাদেশ মিশনে নির্দেশনা পাঠানো হয়। এর ফলে বিদেশি নাগরিকরা আবারও পূর্বের নিয়মে বাংলাদেশে পৌঁছার পর বিমানবন্দরেই অন অ্যারাইভাল ভিসা গ্রহণ করতে পারবেন।

সরকারি সূত্র জানায়, ভিসা স্থগিতাদেশ ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকার কথা ছিল; তবে পরিস্থিতি বিবেচনায় এক মাস পূর্ণ হওয়ার আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন বাংলাদেশ দূতাবাসও নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে আনুষ্ঠানিক কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা চালু হলেও আগত বিদেশিদের নথিপত্র, ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য কঠোরভাবে যাচাই করতে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অসঙ্গতি পাওয়া গেলে সন্দেহভাজন যাত্রীকে ফেরত পাঠানোর ক্ষমতা ইমিগ্রেশন কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ কয়েকটি উন্নত দেশ এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্রের নাগরিক দীর্ঘদিন ধরে বাংলাদেশে পর্যটন, ব্যবসা, বিনিয়োগ বা চাকরির উদ্দেশ্যে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকেন। নির্বাচনের আগে নিরাপত্তাজনিত কারণে এই সুবিধা সাময়িক স্থগিত করা হয়েছিল।

সরকারি ব্যাখ্যায় জানানো হয়, নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিদেশি অনুপ্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনার পর নিশ্চিত হওয়া গেছে যে নিয়ন্ত্রিত ও সতর্ক পরিবেশ বজায় রেখে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করা সম্ভব।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup