সর্বশেষ

প্রবাসী স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা!

Wife commits suicide due to husband's infidelity!

কুমিল্লার লালমাই উপজেলায় পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে তাঁর বাবার বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, প্রবাসী স্বামীর সঙ্গে অনলাইনে কথা-কাটাকাটির পর মানসিক চাপে পড়ে তিনি আত্মহননের পথ বেছে নেন।

নিহত রোজিনা আক্তার স্থানীয় রিকশাচালক নুরুল আমিনের মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামের বাসিন্দা দুবাইপ্রবাসী অলি উল্যাহর সঙ্গে। দাম্পত্য জীবনে তাঁদের কোনো সন্তান ছিল না। নিহতের পরিবার জানায়, সম্প্রতি স্বামীর পারিবারিক সম্পর্ক নিয়ে সন্দেহ ও দ্বন্দ্বের বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল।

নিহতের মা আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, মেয়ের স্বামীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান কথাবার্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে প্রতিবাদ করায় এক সপ্তাহ আগে রোজিনাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সোমবার বিকেলে স্বামীর সঙ্গে আবারও অনলাইনে কথা-কাটাকাটির পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে পরিবারের দাবি।

লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিহতের মা বাদী হয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup