সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি

Expatriate's wife demands 1 million taka extortion

ময়মনসিংহের পাগলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রুজি আক্তার সোমবার শ্রীপুর থানা মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে জানান, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তাকে চাঁদা দিতে চাপ দিচ্ছিল।

রুজি আক্তার জানান, ছোট বড়াই এলাকায় ডুপ্লেক্স বাড়ি নির্মাণ চলাকালে মো. আজহারুল ইসলাম ও মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ না দেয়ায় গত শনিবার রাতে অস্ত্রধারী হামলাকারীরা তার বাড়িতে প্রবেশ করে। তারা মূল গেট বন্ধ করে দেন এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে জখম করেন।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১০ লাখ টাকা ও প্রায় ১৬ লাখ টাকার স্বর্ণালংকার লুটে নেয়। রুজি আক্তারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর প্রবাসে থাকা তার স্বামীর কষ্টার্জিত সম্পদ লুটে নিয়ে এখন তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

এই ঘটনায় রুজি আক্তার পাগলা থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০–৩৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় কয়েকজনকে প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাগলা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup