বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া শহরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া সদর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য প্রদানকালে হঠাৎ তিনি দুর্বল হয়ে পড়েন এবং মঞ্চে বসে যান। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তৃতার মাঝামাঝি সময়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। হৃদরোগজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সোমবারের কর্মসূচির অংশ হিসেবে বিজয় উল্লাহ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। সেখানে তিনি শেষবারের মতো সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন।
অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। শিক্ষা ও ইসলামী আন্দোলনে তার দীর্ঘদিনের ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রশংসিত ছিল। তার মৃত্যুতে কুষ্টিয়া জেলা ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।









