সর্বশেষ

ভিসা আবেদন নিয়ে সুইডিশ দূতাবাসের বিশেষ বার্তা

Special message from the Swedish Embassy regarding visa applications

ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে নতুন বার্তা দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেবল ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেনের শেনজেন ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করে থাকে।

সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সুইডিশ দূতাবাস স্পষ্ট করেছে, এই সাত দেশের বাইরে অন্য কোনো দেশের হয়ে তারা রেসিডেন্স পারমিট, ন্যাশনাল ভিসা বা অন্যান্য অভিবাসন-সংক্রান্ত সেবা প্রদান করে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারী এই সাত দেশের বাইরের কোনো দেশের ভিসা বা বসবাসসংক্রান্ত সেবা চান, তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা স্থানীয় মাইগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।

দূতাবাস জানিয়েছে, ভুল বোঝাবুঝি এড়াতে আবেদনকারীদের প্রয়োজন অনুযায়ী সঠিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup