সর্বশেষ

প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

Probashi ismail repoter

ঘন কুয়াশার কারণে বাংলাদেশে মধ্যে চলাচলকারী ফ্লাইটগুলোর স্বাভাবিক সূচি মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় প্রবাসী যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। কুয়াশাজনিত আবহাওয়া পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ঢাকা–মালদ্বীপ ও মালদ্বীপ–ঢাকা রুটে চলাচলকারী একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। ফলে অনেক ফ্লাইটে দীর্ঘ বিলম্ব হচ্ছে এবং কিছু ক্ষেত্রে সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে।

High commission

এই পরিস্থিতিতে মালদ্বীপে অবস্থানরত এবং বাংলাদেশে যাত্রার অপেক্ষায় থাকা প্রবাসী যাত্রীদের যাত্রার আগে সর্বশেষ ফ্লাইট আপডেট যাচাই করার আহ্বান জানিয়েছে দূতাবাস। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সময় ও অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফ্লাইটের সময়সূচি নিশ্চিত না করে বিমানবন্দরে উপস্থিত হলে যাত্রীদের অপ্রয়োজনীয় দুর্ভোগে পড়তে হতে পারে। তাই যাত্রার পরিকল্পনার আগে হালনাগাদ তথ্য জানা অত্যন্ত জরুরি।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার পাশাপাশি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup