সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে ৬৮০ গ্রাম স্বর্ণসহ ওমরা ফেরত যাত্রী আটক

Bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮০ গ্রাম স্বর্ণসহ গিয়াস উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আগমনী ০২ নম্বর ক্যানোপি এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করা হয়।

547aadaf aa15 4c03 afed a67d937ea1e8

এপিবিএন সূত্র জানায়, সন্দেহের ভিত্তিতে গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নেওয়া হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার গলায় ঝুলানো হাজীদের ব্যাগ থেকে ২১ ক্যারেটের ৬৮০ গ্রাম স্বর্ণালংকার, বাংলাদেশি ৭৭ হাজার ৫৫০ টাকা এবং ১৬ হাজার ১২৫ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব মালামাল জব্দতালিকাভুক্ত করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ওমরাহ হজ কাফেলার একজন মোয়াল্লেম হিসেবে সৌদি আরবে অবস্থান করছিলেন এবং ওমরাহ পালন শেষে বাংলাদেশে ফেরেন। তিনি স্বীকার করেন, বিভিন্ন ওমরাহ যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ বাংলাদেশে এনেছেন।

এপিবিএনের প্রাথমিক তদন্তে জানা গেছে, গিয়াস উদ্দিন বিমানবন্দরে সক্রিয় একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্বর্ণ ও মাদক চোরাচালানকারীরা নানাভাবে অপরাধ সংঘটনের চেষ্টা করছে। তবে বিমানবন্দরকে ব্যবহার করে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এপিবিএনের অভিযান ও নজরদারি আগের মতোই অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup