ইরাকি নাগরিক হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি নাগরিককে বেকসুর খালাস দিয়েছেন ইরাকের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, ইরাকের একটি অধস্তন আদালত এর আগে এক ইরাকি নাগরিক হত্যার দায়ে তিনজন ইরাকি নাগরিকের পাশাপাশি একজন বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের বিষয়টি অবগত হওয়ার পর বাংলাদেশ দূতাবাস বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বাংলাদেশি নাগরিকের নির্দোষিতা তুলে ধরে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করে।
দূতাবাসের আবেদনের পরিপ্রেক্ষিতে ইরাকের সুপ্রিম কোর্ট মামলার নথি ও যুক্তিতর্ক পুনরায় পর্যালোচনা করে। বিচারিক পুনর্বিবেচনার মাধ্যমে আদালত সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রায় দেন এবং তাকে সম্পূর্ণ বেকসুর খালাস ঘোষণা করেন।
আরও
একই রায়ে মামলার অপর তিন ইরাকি আসামির ক্ষেত্রে অধস্তন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকই এই মামলায় মুক্তি পেলেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের আইনি অধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।









