প্রেমের টানে সুদূর ফ্রান্সের লারোসাল শহর থেকে এসে লক্ষ্মীপুরের পুত্রবধূ হয়েছেন ফরাসি তরুণী সিনথিয়া। ভালোবাসার টানে শুধু দেশই নয়, ধর্মীয় বিশ্বাসেও পরিবর্তন এনেছেন তিনি। খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের মাধ্যমে বাংলাদেশি এক তরুণের সঙ্গে গড়েছেন নতুন সংসার।
পারিবারিক সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের বাসিন্দা আরফুল ইসলাম রাসেল ২০১১ সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। পরে ২০১৩ সালে তিনি ফ্রান্সে বসবাস শুরু করেন। সেখানেই সিনথিয়ার সঙ্গে তার পরিচয় হয়, যা সময়ের সঙ্গে গভীর সম্পর্কে রূপ নেয়। দীর্ঘ চার বছরের প্রেমের পর ২০১৭ সালে সিনথিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এই দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান—আমেনা ইসলাম (৬) ও আলিফ ইসলাম (৪)।
সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে রাসেল গ্রামের বাড়িতে এলে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিদেশি পুত্রবধূকে এক নজর দেখার জন্য স্থানীয়দের ভিড় চোখে পড়ার মতো। গ্রামীণ পরিবেশ, মানুষের সরলতা ও আন্তরিকতায় মুগ্ধ সিনথিয়া স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। কখনো গ্রামের মেঠোপথে হাঁটছেন, কখনো সন্তানদের নিয়ে স্থানীয় খাবারের স্বাদ নিচ্ছেন।
আরও
সিনথিয়া বলেন, বাংলাদেশের পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ইউরোপের একাকী জীবনধারার তুলনায় বাংলাদেশের একান্নবর্তী পরিবারের ভালোবাসা ও মমতা তার কাছে অনেক বেশি আপন মনে হয়। শাশুড়ির হাতের পিঠাও তার প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে।
ভাঙা ভাঙা বাংলায় হাসিমুখে সিনথিয়া বলেন, “আমার দেশ বাংলাদেশ।” তার এই অনুভূতিতে যেন প্রতিফলিত হয় সীমান্ত আর সংস্কৃতির ঊর্ধ্বে উঠে ভালোবাসার শক্তি।









