সর্বশেষ

ইউরোপে অনিয়মিত উপায়ে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

Bangladeshis top irregular arrivals in Europe

২০২৫ সালে অনিয়মিত পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ফ্রন্টেক্স–এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার তালিকায় বাংলাদেশিরাই প্রথম অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা হলেও এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেনি।

ফ্রন্টেক্সের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশি নাগরিকদের অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা ২০২৫ সালে অন্যান্য দেশের তুলনায় বেশি শনাক্ত হয়েছে। বাংলাদেশিদের পর এই তালিকায় রয়েছে মিসর ও আফগানিস্তানের নাগরিকরা। ইউএনএইচসিআরও জানিয়েছে, ভূমধ্যসাগরীয় বিভিন্ন রুট ব্যবহার করে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে প্রতিনিধিত্বশীল জাতীয়তাগুলোর একটি।

সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশিরা প্রধানত সেন্ট্রাল ভূমধ্যসাগর রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করছেন। বিশেষ করে লিবিয়া হয়ে ইতালির উপকূল এবং গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানোর প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ফ্রন্টেক্সের ভাষ্য অনুযায়ী, লিবিয়াভিত্তিক মানবপাচার নেটওয়ার্কগুলো এই ঝুঁকিপূর্ণ যাত্রায় বাংলাদেশিদের সম্পৃক্ত করছে।

বিশ্লেষকরা বলছেন, ইউরোপমুখী এই অভিবাসনের পেছনে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা একটি বড় ভূমিকা রাখছে। কর্মসংস্থানের সীমাবদ্ধতা, আয় বৃদ্ধির সুযোগের অভাব এবং উন্নত জীবনের প্রত্যাশা অনেককে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিতে বাধ্য করছে। মানবপাচার চক্রগুলো এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিভ্রান্তিকর আশ্বাস দিয়ে মানুষকে বিপজ্জনক যাত্রায় প্রলুব্ধ করছে।

ইউরোপীয় সংস্থাগুলোর পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের প্রবণতা নতুন নয়। গত কয়েক বছর ধরেই বাংলাদেশিরা এই তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে এবং ২০২৫ সালে এসে সেই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে মানবপাচার রোধ এবং অভিবাসন ব্যবস্থাপনায় উৎস ও গন্তব্য দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup