সর্বশেষ

বাংলাদেশ–মালদ্বীপ আকাশপথে বড় সুখবর, শুরু হচ্ছে সরাসরি ফ্লাইট

Big good news on Bangladesh Maldives air route, direct flights are starting

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার করতে ঢাকার রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে মালদ্বীপের রাষ্ট্রীয় বিমান সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স। এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও জনসম্পৃক্ততার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

রোববার (৪ জানুয়ারি) ঢাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মালদিভিয়ান এয়ারলাইন্সের মালিকানা ও পরিচালনাকারী প্রতিষ্ঠান আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস লিমিটেড (আইএএসএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম ইয়াস ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আইএএসএলের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম ইয়াস জানান, মালদ্বীপে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর যাতায়াতের চাহিদা বিবেচনায় নিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এ উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করবে এবং পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই ঘোষণাকে স্বাগত জানিয়ে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক ভাড়ার সুযোগ সৃষ্টি হবে, যা বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তিদায়ক হবে। তিনি আরও বলেন, ব্যবসা, চিকিৎসা ও স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ঢাকা মালদ্বীপের নাগরিকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে।

বৈঠকে জানানো হয়, আগামী ১২ মার্চ ২০২৬ থেকে ঢাকা–মালদ্বীপ রুটে সপ্তাহে দুই দিন—রোববার ও বৃহস্পতিবার—সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে। রিটার্ন টিকিটের মূল্য শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে, সঙ্গে ৩০ কেজি চেকড ব্যাগেজ ও বিনামূল্যে খাবারের সুবিধা থাকবে। ইতোমধ্যে টিকিট বুকিং কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup