ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পোস্টাল ভোট গ্রহণের জন্য নিবন্ধনকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শনিবার দুপুর সোয়া ২টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ৭ লাখ ২৮ হাজার ৬১৭ এবং নারী ৭২ হাজার ২৫৩ জন।
প্রবাসীদের অংশগ্রহণ এবারও উল্লেখযোগ্য। ইসির তথ্যমতে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর পরই রয়েছে কাতার (৫৯,৫৮২), ওমান (৪৬,১৪৩), মালয়েশিয়া (৪৩,৮২৯), সংযুক্ত আরব আমিরাত (৩০,৮৭৪) এবং যুক্তরাষ্ট্র (২৬,০৭৩)। মোট ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা এ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারছেন।
দেশের অভ্যন্তরে ইন-কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার। জেলা ভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে কুমিল্লা (৭১,১৪৩), ঢাকা (৬৩,৫৯৫), চট্টগ্রাম (৬১,৭০৩), নোয়াখালী (৪০,৭৪১), সিলেট (৩০,০৮৯) এবং চাঁদপুর (২৮,৩১৫)। আসন ভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ (১১,৭৯৩) শীর্ষে, এরপর চট্টগ্রাম-১৫ (৯,৮১১), কুমিল্লা-১০ (৯,৪৬৬) ও নোয়াখালী-১ (৯,৩৬৫)।
আরও
ইসির নির্দেশনা অনুযায়ী, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনগত হেফাজতে থাকা ভোটাররা ৩১ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। গত বুধবার সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় কমিশন। নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এই ডিজিটাল ব্যবস্থাকে ইসি অভিহিত করেছে স্বচ্ছ, দ্রুত ও নাগরিকবান্ধব ভোটাধিকার প্রক্রিয়ার এক নতুন মাইলফলক হিসেবে।
আরও দেখুনঃ









